গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ৮৪

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১২:০৬ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৫০ জনেরও বেশি শিশুসহ ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। 

শুক্রবার (১ নভেম্বর) রাতে গাজার সরকারি গণমাধ্যম দফতর এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। 

বিবৃতিতে বলা হয়েছে, “দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে নিহত হয়েছেন ৮৪ জন এবং আহত হয়েছেন ১৮৬ জন। নিহতদের মধ্যে ৫০ জন শিশু এবং অপ্রাপ্তবয়স্ক।”

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, উত্তর গাজার আবাসিক ভবনে দুই দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনাকে ‘নিষ্ঠুর গণহত্যা’ হিসাবে বর্ণনা করা হয়েছে। খবর আল জাজিরার।

এদিকে মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং দূরপাল্লার বোমারু বিমানসহ আরও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে নিহত এবং আহতদের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, লোকবল ও উপকরণের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

 

আবা/এসআর/২৪