যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন

ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্প ১৫৪, কমলা ৩০

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৫১ | অনলাইন সংস্করণ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় সব অঙ্গরাজ্যের ভোট গণনা শেষের পথে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে।

বিবিসির খবর অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পপুলার ভোট (সাধারণ ভোট) ২ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ৮১০ ভোট পেয়েছেন। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ২ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৪২৭ পপুলার ভোট পেয়েছেন।

এ ছাড়া এখন পর্যন্ত ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প ১৫৪টি এবং কমলা ৩০টি ভোট পেতে পারেন বলেন আভাস দেয়া হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। এখন তা শেষের পথে। যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য এই ভোট হয়। এখনো কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান বাকি সাত অঙ্গরাজ্য। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে তুমুল লড়াইয়ের আভাস আগেই দেয়া হয়েছে।

এখানে একটি বিষয় বলা ভালো যুক্তরাষ্ট্রের জাতীয় স্তরের নির্বাচনী লড়াইয়ের বদলে জয়ী-পরাজিত নির্ধারিত হয় একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেকটোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।

ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আর ওই প্রার্থীর রানিং মেট হবেন ভাইস প্রেসিডেন্ট।