পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ২১
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১২:৩৮ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের একটি রেলস্টেশনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার (৯ নভেম্বর) ভোরে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের কোয়েটায় কোয়েটা রেলস্টেশন থেকে পেশোয়ারগামী এক্সপ্রেসটি রওনা হওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জংয়ের খবরে বলা হয়েছে। তবে ডনের খবরে প্রাণহানির সংখ্যা ১৬ বলা হয়েছে।
সুপারিনটেনডেন্ট অব পুলিশ অপারেশন মুহাম্মদ বালোচ বলেন, পেশোয়ারগামী একটি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় স্টেশনের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ২১ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ১০০ জনের মতো উপস্থিতি ছিলো।
তিনি বলেন, বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো গোষ্ঠী এখনো এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেনি। তবে এটিকে আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করছে পুলিশ।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ ঘটনার তদন্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
আবা/এসআর/২৪