ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গাজা, লেবানন ও সিরিয়াজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৯৪

গাজা, লেবানন ও সিরিয়াজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৯৪

গাজা, লেবানন ও সিরিয়ায় বিমান হামলা চালিয়ে অন্তত ৯৪ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছেন আরও অনেকে। এর মধ্যে গাজায় হামলায় নিহত হয়েছেন অন্তত ৪৯ ফিলিস্তিনি। এছাড়া লেবাননে ৩৮ এবং সিরিয়ায় সাতজন নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় একক হামলায় ৩৬ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলায় বিধ্বস্ত স্থাপনার নিচে এখনো অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও ৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী বৈরুতের উত্তরে আলমাত গ্রামে হামলায় ২৩ জন নিহত হয়েছেন। আলমাত গ্রামে হওয়া এই হামলায় নিহতদের মধ্যে ৭ শিশুও রয়েছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৬০৩ জনে পৌঁছেছে। এছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও ১ লাখ ২ হাজার ৯২৯ ফিলিস্তিনি।

আবা/এসআর/২৪

গাজা,হামলা,ইসরায়েল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত