নেতানিয়াহুর বাসভবনে ‘ফ্ল্যাশ বোমা’ হামলা
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১১:০৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে আবারও বোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির সামনে দুটি ‘ফ্ল্যাশ বোমা’ নিক্ষেপ করার ঘটনা ঘটে।
রোববার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, শনিবার উত্তর ইসরায়েলি শহর সিজারিয়ায় অবস্থিত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির দিকে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে এবং সেগুলো বাগানে পড়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে ঘটনার সময় নেতানিয়াহু বা তার পরিবার কেউই ওই বাড়িতে ছিলেন না এবং কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
ইসরায়েলের নিরাপত্তাবাহিনী জানিয়েছে, বোমাগুলো নেতানিয়াহুর বাড়ির বাগানে পড়ে এবং এতে আগুনের গোলা সৃষ্টি হয়। তবে, এতে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী এই হামলাকে ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করেছে, তবে হামলার সময় প্রধানমন্ত্রী বা তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।
হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী, তবে হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এক্স অ্যাকাউন্টে লিখেছেন, আমি নিরাপত্তা সংস্থা সিন বেটের প্রধানের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে বলেছি।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগও হামলার তীব্র নিন্দা করেছেন এবং নিরাপত্তা সংস্থা ‘সিন বেট’-এর প্রধানের সঙ্গে কথা বলার পর দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।
আবা/এসআর/২৪