গ্রীসে অভিবাসীদের নৌকাডুবির ঘটনায় ৮ মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৮ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
গ্রিসের সামো দ্বীপের উপকূল থেকে ছয় শিশুসহ আটজন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড ।
কোস্ট গার্ডের তথ্যমতে, সোমবার (২৫ নভেম্বর) উত্তর সামো থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৩৬ জন অভিবাসীকে। এছাড়া পাথুরে একটি এলাকায় আটকে থাকা তিনজনকেও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নৌকাটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। তবে এখনও কেউ নিখোঁজ রয়েছেন কিনা, তা নিশ্চিত নয়। নৌকায় থাকা ব্যক্তিদের জাতীয়তা এখনও জানা যায়নি।
লেসবস দ্বীপে আরেকটি ঘটনায় ২৭ জন অভিবাসী একটি ছোট নৌকায় তীরে পৌঁছানোর পর এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
গ্রিস দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া থেকে ইউরোপে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০১৫-১৬ সালে ১০ লাখেরও বেশি অভিবাসী তুরস্ক থেকে গ্রিসে পাড়ি জমিয়েছিল। এই বিপজ্জনক যাত্রায় এ পর্যন্ত বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।
আবা/এসআর/২৪