ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছলো ইসরায়েল

লেবাননে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছলো ইসরায়েল

দীর্ঘ এক বছরেরও বেশি সময় যুদ্ধের পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েল।

বুধবার (২৭ নভেম্বর) মধ্যরাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তির ঘোষণা দেন। চুক্তির প্রাথমিক মেয়াদ হবে ৬০ দিন, পরে তা আরও বাড়ানো হবে।

নেতানিয়াহু জানিয়েছেন, তার নিরাপত্তা মন্ত্রিসভা চুক্তিটিকে সমর্থন করেছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, যদি হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করে, তবে ইসরায়েল তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে।

চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েল তাদের সেনা লেবানন থেকে প্রত্যাহার করে নেবে, এবং হিজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপরপ্রান্তে চলে যাবে। এছাড়া হিজবুল্লাহ সীমান্তে কোনো অবকাঠামো নির্মাণ বা অস্ত্র সংগ্রহ করতে পারবে না।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। হামাসকে সহায়তায় এর পরের দিন ৮ অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে রকেট ছোড়া শুরু করে হিজবুল্লাহ। এর জবাবে ইসরায়েলও লেবাননে হামলা শুরু করে।

লেবানন,যুদ্ধবিরতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত