ঢাকা ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার সমাধিতে আগুন

সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার সমাধিতে আগুন

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফিজ আল আসাদের সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী।

বুধবার (১১ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বাশার আল-আসাদের বাবা হাফিজ আল-আসাদের সমাধিতে আগুন জ্বলছে। পাশে দাঁড়িয়ে আছে বিদ্রোহী যোদ্ধারা। এর আগে দামেস্কে আসাদের বাসভবনে ভাঙচুর চালায় সাধারণ জনতা।

দীর্ঘ স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ আল-বশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন।

সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, সমাধিটি একটি বিশাল উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং এর স্থাপত্য নকশা জটিল, যার বাইরের অংশে পাথরে খোদিত অলংকরণ রয়েছে। সেখানে বাশারের ভাই বাসেলসহ আসাদ পরিবারের অন্য সদস্যদের সমাধিও রয়েছে।

দীর্ঘ স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ আল-বশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন।

আবা/এসআর/২৪

সিরিয়া,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত