ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৪ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার থেকে বৃহস্পতিবার গাজার কয়েকটি ভবনে বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। চারটি পরিবারের ওপর এই গণহত্যা সংঘটিত হয়। হামলায় ৩২ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ৯৪ জন।

মন্ত্রণালয় জানায়, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ১৯২ জনে। আহত হয়েছেন অন্তত এক লাখ ৭ হাজার ৩৩৮ জন। নিহতদের মধ্যে অন্তত ১৭ হাজার জনই শিশু। অন্যদিকে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৮১৭ ফিলিস্তিনি। আহত হয়েছেন ৬ হাজার ২৫০ জন।

আবা/এসআর/২৪

গাজা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত