ঢাকা ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

জার্মানিতে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে হামলা, নিহত বেড়ে ৫

জার্মানিতে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে হামলা, নিহত বেড়ে ৫

জার্মানিতে পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গের ক্রিসমাস মার্কেটে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া হয়। এ হামলার ঘটনায় গোটা দেশ শোকে স্তব্ধ।

শনিবার (২১ ডিসেম্বর) ঘটনাস্থলে জড়ো হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান হাজারো মানুষ।

এদিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। হামলার ঘটনাকে নৃশংস ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন তিনি।

ওলাফ শলজ বলেন, আমি হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই। বলতে চাই এখনই সময় সবকিছু উদঘাটন করার। হামলা পরিকল্পনার বিস্তারিত রহস্য উদঘাটন করে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। তবে এমন সংকটময় সময়ে নাগরিকদের মধ্যে ঐক্য ধরে রাখারও আহবান জানাই।

জার্মানিতে এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকেই। আর এই হামলাকে জার্মানিতে গণহারে অভিবাসনের ফল উল্লেখ করে শলজের পদত্যাগ দাবি করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

আবা/এসআর/২৪

জার্মানি,হামলা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত