দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ২৮

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বিমানটি বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

রোববার (২৯ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং-মু ‘উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার’ নির্দেশ দিয়েছেন। উদ্ধার অভিযান চলাকালে দুজনকে জীবিত পাওয়া গেছে।

বিমানটি ১৭৫ জন যাত্রী এবং ছয়জন কেবিন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরে যাচ্ছিল।

স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে, বিধ্বস্তের পর বিমান থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে।

 

আবা/এসআর/২৪