গাজায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের  গাজায় ইসরায়েলি বর্বরতা থামছেই না। দখলদার দেশটির হামলায় নতুন করে আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৫ হাজার ৫৫০ জনে পৌঁছেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৫৪১ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান হামলায় একদিনে আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া নজিরবিহীন ইসরায়েলি বিমান ও স্থল হামলায় গাজা উপত্যকায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ হামলায় ইসরায়েল সাড়ে ৪৫ হাজারেরও বেশি গাজাবাসীকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে নারী-শিশুসহ এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

 

আবা/এসআর/২৪