ঢাকা ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধান নিহত

ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধান নিহত
গাজার পুলিশ মহাপরিচালক মাহমুদ সালাহ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন নতুন বছরেও অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোররাতে গাজার দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসি এলাকার একটি মানবিক নিরাপদ জোনে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়।

এতে গাজার পুলিশ মহাপরিচালক মাহমুদ সালাহ ও তার সহযোগী হুসাম শাহওয়ানসহ ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুজন নারীও রয়েছেন।

রয়টার্স জানায়, আল-মাওয়াসি এলাকাটি গাজা আগ্রাসনের শুরুতে ইসরায়েলি বাহিনী একটি নিরাপদ জোন হিসেবে ঘোষণা করেছিল। সেখানে অসহায় ফিলিস্তিনিদের আশ্রয় নিতে বলা হয়েছিল। হামলার পরের ভিডিও ফুটেজে দেখা যায়, আশ্রয় শিবিরের ক্ষতিগ্রস্ত তাঁবুগুলো জ্বলছে। ধ্বংসাবশেষের মধ্যে জীবিতদের খুঁজছে স্থানীয়রা।

হামাস পরিচালিত আল-আকসা টিভি জানিয়েছে, নিহতদের মধ্যে সাধারণ ফিলিস্তিনিদের পাশাপাশি গাজার পুলিশ মহাপরিচালক ও তার সহযোগীও ছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এর আগেও একই এলাকায় বিমান, ড্রোন এবং কামানের মাধ্যমে হামলা চালিয়েছে তারা। গত ২২ ডিসেম্বরের এক হামলায় আটজন প্রাণ হারিয়েছিলেন।

ইসরায়েলি ট্যাংকের অগ্রসর হওয়ার ফলে দক্ষিণ রাফা শহরের বাসিন্দারা আল-মাওয়াসি থেকে উত্তর দিকে পালিয়ে যান। নতুন বছরের প্রথম দিনেই গাজার বিভিন্ন স্থানে হামলায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে চারটি শিশু ও একজন নারীও ছিলেন।

ইসরায়েলের এই হামলা ফিলিস্তিনি জনগণের মানবিক নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে এবং অঞ্চলটিতে চলমান অস্থিরতাকে আরও ঘনীভূত করছে।

ইসরায়েল,ইসরায়বিমান হামলা,গাজা,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত