ঢাকা ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

ভারত-পাকিস্তান সম্পর্ক: গুপ্তহত্যা ও ছায়াযুদ্ধের নতুন অধ্যায়

ভারত-পাকিস্তান সম্পর্ক: গুপ্তহত্যা ও ছায়াযুদ্ধের নতুন অধ্যায়

ভারত ও পাকিস্তানের মধ্যে শত্রুতা নতুন নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে শত্রুপক্ষের বিরুদ্ধে যুদ্ধের পরিবর্তে গুপ্তহত্যার কৌশল নিয়েছে ভারত।

একটি বিশেষ প্রতিবেদনে, মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ২০২১ সাল থেকে পাকিস্তানে একাধিক গুপ্তহত্যায় ভারতের যোগসূত্র পাওয়া গেছে। এসব হত্যাকাণ্ডের মধ্যে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইবা ও জইশ-ই-মোহাম্মদ নেতাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) পরিকল্পিত এসব গুপ্তহত্যাকে ‘ছায়াযুদ্ধ’ বলে উল্লেখ করেছেন পাকিস্তানের কর্মকর্তারা।

গত বছরের এপ্রিলে লাহোরে মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে নিহত হন আমির সরফরাজ ওরফে তাম্বা। তার অনেক পুরোনো শত্রু ছিল। এই গ্যাংস্টার ২০১১ সালে লাহোরের একটি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবস্থায় একজন ভারতীয় গোয়েন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। তবে তিনি পরে মুক্তি পান এবং অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়।

ভারতীয় কর্তৃপক্ষ ধারণা করে, পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) কারাগারের ওই হত্যাকাণ্ডের জন্য তাম্বাকে নিয়োগ করেছিল। অবশেষে ১৩ বছর পর তাম্বাকে হত্যার মাধ্যমে প্রতিশোধ নেওয়া হয়েছে বলে মনে করা হয়।

এর পরপরই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি সাংবাদিকদের জানান, সাম্প্রতিক বেশ কয়েকটি হত্যাকাণ্ডের পেছনে ‘ভারতের সরাসরি সংশ্লিষ্টতার’ লক্ষণ পাওয়া গেছে। তাম্বার ঘটনাটিও একই রকম বলে উল্লেখ করেন তিনি।

মোহসিন নাকভি বলেন, আমাদের কাছে বেশ কয়েকটি প্রমাণ রয়েছে যা দেখায়, সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো একই পরিকল্পনার অংশ। তিনি দাবি করেন, ২০২১ সাল থেকে পাকিস্তানে একাধিক গুপ্ত হত্যায় ভারতের সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

এই হত্যাকাণ্ডগুলোর লক্ষ্যবস্তু ছিলেন মূলত পাকিস্তানের লস্কর-ই-তাইবা ও জইশ-ই-মোহাম্মদ সংগঠনের নেতারা, যাদের ভারতীয় সেনা বা সাধারণ নাগরিকদের ওপর হামলার জন্য দায়ী করা হয়েছিল।

এছাড়া, কানাডা ও যুক্তরাষ্ট্রে যে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল, সেই হরদীপ সিং নিজ্জার এবং গুরপতওয়ান্ত পান্নুনকেও সন্ত্রাসী বলে মনে করতো ভারত।

মোদী জমানায় বেড়েছে গুপ্তহত্যা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকেই এ ধরনের গুপ্তহত্যা বেড়ে গেছে।

ভারত ২০১৯ সালে একটি কঠোর সন্ত্রাসবিরোধী আইন পাস করার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনোনীত সন্ত্রাসীদের একটি তালিকা প্রকাশ করা শুরু করে। তালিকাটি মাঝে মধ্যেই হালনাগাদ করা হয়। ওয়াশিংটন পোস্ট পর্যালোচনা করে দেখেছে, বর্তমানে ভারতের ওই তালিকায় থাকা ৫৮ জনের মধ্যে ১১ জনকেই ২০২১ সাল পর থেকে হত্যা অথবা লক্ষ্যবস্তু করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমটি আরও অন্তত ১০ ব্যক্তির তথ্য পেয়েছে, যারা মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন না, কিন্তু ভারত কর্তৃক জঙ্গিবাদের অভিযোগ ছিল, তারাও একইভাবে মারা গেছেন। খুব কাছ থেকে অজ্ঞাত বন্দুকধারীদের চালানো গুলিতে প্রাণ হারান তারা।

পাকিস্তান দাবি করেছে, ভারত এ ধরনের হত্যাকাণ্ডগুলোতে পাকিস্তানি অপরাধী ও আফগান ভাড়াটেদের ব্যবহার করেছে। তাদের দাবি, ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এসব গুপ্তহত্যার জন্য স্থানীয় অপরাধী ও বিদেশি ভাড়াটেদের দিয়ে কাজ করায়। তাদের সঙ্গে যোগাযোগের জন্য দুবাইয়ের ব্যবসায়ীদের নিয়োগ দেওয়া হয় এবং অর্থ স্থানান্তরের জন্য হাওলা ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করা হয়।

ভারত এই অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় উত্তেজনা আরও বাড়াতে পারে। পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে এবং এর মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি হচ্ছে বলে তারা সতর্ক করেছেন।

গুপ্তহত্যা,ছায়াযুদ্ধ,ভারত,পাকিস্তান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত