বাংলাদেশি বংশোদ্ভূত এক ডেভেলপারের কাছ থেকে একটি ফ্ল্যাট উপহার নিয়েছিলেন যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তবে নির্বাচনী হলফনামায় এ ফ্ল্যাট নিয়ে কোনো তথ্য তিনি উল্লেখ করেননি বলে জানিয়েছে যুক্তরাজ্যের দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস।
ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ২০০৪ সালে টিউলিপকে লন্ডনের কিং’স ক্রস এলাকায় অবস্থিত ২ শয্যাকক্ষের ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডেভেলপার আবদুল মোতালিফ।
যুক্তরাজ্যের ইলেক্টোরাল রোল ডেটার তথ্য বলছে, ২০০৪ সালে উপহার হিসেবে পাওয়ার পর ফ্ল্যাটটিতে কয়েক বছর ছিলেন টিউলিপ। তারপর আরও বেশ কয়েক বছর ছিলেন তার অন্য ভাই-বোনরা। বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দিয়ে বাৎসরিক ৯০ হাজার পাউন্ড (১ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার টাকা) উপার্জন হচ্ছে টিউলিপের।
মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য হন টিউলিপ সিদ্দিক। ২০১৫ সালের পার্লামেন্ট নির্বাচনে পূর্ব লন্ডনের হ্যাম্পস্টেড আসন থেকে প্রথমবারের মতো প্রার্থী হন। তারপর থেকে এ পর্যন্ত ওই আসনে চার বার প্রার্থী হয়েছেন টিউলিপ, জয়ী হয়েছেন প্রতিবারই। তবে নির্বাচনী হলফনামায় যুক্তরাজ্যের হাইগেট এবং হ্যাম্পস্টেড এলাকায় ফ্ল্যাটের ব্যাপারে উল্লেখ করলেও কোনো হলফনামায় কিং’স ক্রস এলাকার এই ফ্ল্যাটের ব্যাপরে উল্লেখ করেননি টিউলিপ।
টিউলিপকে ফ্ল্যাট উপহার দেওয়া আবদুল মোতালিফের বয়স বর্তমানে ৭০ বছর। ফ্ল্যাট উপহারের ব্যাপরে বিস্তারিত জানতে তার সঙ্গে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। তিনি স্বীকার করেছেন যে তিনি ফ্ল্যাটটি ২০০১ সালে তিনি কিনেছিলেন, কিন্তু আর কোনো তথ্য জানাননি তিনি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের এক মুখপাত্র ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, “আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত যে কোনো সম্পত্তির মালিকানা যদি টিউলিপের থাকে, তাহলে তা হবে তার জন্য একটি বড় ভুল।”