ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ট্রুডোর পদত্যাগ যে কোনো দিন!

ট্রুডোর পদত্যাগ যে কোনো দিন!

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করতে চলেছেন বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইল।

তবে ট্রুডো ঠিক কবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন তা নিশ্চিত করেনি সংবাদমাধ্যমটি। তবে ধারণা করা হচ্ছে, বুধবার (৮ জানুয়ারির) দলের জাতীয় সম্মেলনের আগেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন তিনি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। নতুন নেতা বাছাইয়ের আগ পর্যন্ত জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন কি না, সে বিষয়টিও এখনো পরিস্কার নয়।

দ্য গ্লোব অ্যান্ড মেইলের বরাতে একই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সও।

রয়টার্স বলছে, ট্রুডোর সম্ভাব্য এই পদত্যাগ দেশটির ক্ষমতাসীন লেবার পার্টিকে স্থায়ী প্রধান ছাড়াই রাজনৈতিক মাঠে ছেড়ে দেবে। এটি এমন এক সময় যখন জরিপগুলোতে দেখা যাচ্ছে, চলতি বছরের অক্টোবরের শেষের দিকে হতে যাওয়া নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে। অবশ্য ট্রুডো পদত্যাগ করলে নতুন সরকার গঠনের জন্য অক্টোবরের আগেই নির্বাচনের আহ্বান জানাতে পারে দেশটির রাজনৈতিক দলগুলো।

উল্লেখ্য, জাস্টিন ট্রুডো ২০১৩ সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব নেন। সেসময় কানাডিয়ান এই দলটি গভীর সমস্যায় পড়েছিল ও প্রথমবারের মতো হাউজ অব কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল।

ট্রুডো,পদত্যাগ,কানাডা,প্রধানমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত