যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর চাঁদার হার বাড়াতে পরামর্শ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। খবর ইউএসএ টুডে'র।
ট্রাম্প বলেন, তারা (ন্যাটোভুক্ত দেশ) সবাই চাঁদা দিতে সক্ষম। তাদের উচিত (মোট দেশজ উৎপাদন বা জিডিপি'র) দুই শতাংশ চাঁদা না দিয়ে পাঁচ শতাংশ দেয়া।
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছে, আমি যদি তখন (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) প্রেসিডেন্ট থাকতাম তাহলে যুদ্ধ হতো না। কখনোই যুদ্ধ শুরু হতো না।’
উল্লেখ্য, ২০২৩ সালে জোটের সদস্য ৩২টি দেশ তাদের জিডিপির দুই শতাংশ করে বার্ষিক চাঁদা দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর জোটের ব্যয় অনেক বেড়ে যাওয়ায় এবার সেই চাঁদা নিয়ে এমন মন্তব্য করলেন ট্রাম্প।
এর আগে, গত ফেব্রুয়ারিতে এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প জানান, তিনি একজন ন্যাটো নেতাকে বলেছিলেন যদি কোনো দেশ তাদের বিল না দেয়, তবে তিনি রাশিয়াকে যা খুশি তাই করতে উৎসাহিত করবেন। তার এই মন্তব্যের পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।