মন্দিরে ঢুকতে গিয়ে হুড়োহুড়ি, পদদলিত হয়ে নিহত ৬

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:২৩ | অনলাইন সংস্করণ

ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রবেশের ফ্রি টোকেন পেতে মানুষের হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এবং ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

রয়টার্স জানায়, বুধবার রাতে দক্ষিণ ভারতের তিরুপতি নামের ওই মন্দিরে বিনামূল্যে দেবতার দর্শনের জন্য হাজার হাজার ভক্তের টোকেন সংগ্রহের সময় পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ যখন টোকেন সংগ্রহের গেট খুলে দেয় তখনই উপস্থিত সকলের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে এমন হতাহতের ঘটনা ঘটে বলে জানায় হিন্দুস্তান টাইমস। তবে প্রত্যক্ষদর্শীদের বয়ানে সংবাদমাধ্যমটির দাবি, সেখানে টোকেন বিতরণে পুলিশের কোনো কার্যকর ‘সিস্টেম’ ছিল না। ফলে এমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ১০-১৯ জানুয়ারি পর্যন্ত তিরুপতি মন্দিরে ভক্তদের দর্শনের সুযোগ দেয়ার জন্য বৃহস্পতিবার থেকে টোকেন ইস্যু করতে কর্তৃপক্ষ একটি স্কুলে কাউন্টার স্থাপন করেছিল। বৃহস্পতিবার থেকে টোকেন দেয়ার কথা থাকলেও লোকেরা প্রায় ২০০০ বছরের পুরোনো এই মন্দিরে যাওয়ার টোকেন সংগ্রহ করার জন্য বুধবার থেকেই লাইনে দাঁড়াতে শুরু করে। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে এই হতাহতের ঘটনা ঘটে।