ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৪০

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৪০

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি গ্রামে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে। নিহতদের মধ্যে নারী, শিশু এবং বয়স্ক বাসিন্দারাও রয়েছেন।

বিমান থেকে বোমা হামলার পর অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে, যা পার্শ্ববর্তী এলাকার প্রায় ৫০০ বাড়ি ধ্বংস করে। প্রধান বাজারসহ উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রীয় ওয়ার্ডে বিস্তৃত ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, বোমা হামলার ফলে অনেক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে।

রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে আরাকান আর্মি (এএ)। এই বিদ্রোহী গোষ্ঠী ইতোমধ্যে রাখাইনের বিস্তীর্ণ অঞ্চল দখল করেছে এবং রাজধানী সিত্তেকে রাজ্যের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করেছে।

আরাকান আর্মির মুখপাত্র খাইং থু খা জানিয়েছেন, বুধবার দুপুরে রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে এ বিমান হামলা চালানো হয়। এতে ৫০০-এর বেশি বাড়িঘর পুড়ে যায়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, হামলায় ৪০ জন বেসামরিক নিহত এবং ২০ জন আহত হয়েছে। স্থানীয় উদ্ধারকারী দলের এক সদস্য জানিয়েছেন, নিহতের সংখ্যা ৪১ এবং আহতের সংখ্যা ৫২ হতে পারে।

জান্তাবাহিনী,বিমান হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত