প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন সিনেমার এক অভিনেত্রীকে ঘুষ দেয়ার মামলায় ‘নিঃশর্ত মুক্তি’ দিয়ে রায় দিয়েছেন দেশটির একটি আদালত। এই রায়ের ফলে জেল ও জরিমানা থেকে রেহাই পেয়েছেন তিনি।
শুক্রবার (১০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির আদালত প্রতিবেদক জানিয়েছেন, নিউইয়র্কের একটি আদালতে মামলার রায় ঘোষণার সময় ভিডিও লিঙ্কের মাধ্যমে ট্রাম্প তার আইনজীবীর পাশে পাথরের মতো মুখ করে বসে ছিলেন।
আগেই ধারণা করা হয়েছিল, জেল ও জরিমানা থেকে রেহাই পেতে পারেন ট্রাম্প। বিচারক শেষ পর্যন্ত সেই রায়ই দিলেন।
ট্রাম্প আদালতকে বলেছিলেন, এটি (মামলা) খুবই ভয়াবহ অভিজ্ঞতা। অন্যদিকে তার আইনজীবী আদালতকে বলেছিলেন, ট্রাম্পের বিরুদ্ধে অহেতুক অভিযোগগুলো দায়ের করা হয়েছিল।
রায় ঘোষণার সময় বিচারক মারচান বলেন, ‘এটি সাধারণ কোনো মামলা ছিল না। এর ওপর অনেকের নজর ছিল। তবে আদালতের কাছে যেকোনো মামলাই সাধারণ।’
উল্লেখ্য, গত মে মাসে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার জন্য ঘুষ দেওয়ার সঙ্গে সম্পর্কিত ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন ট্রাম্প।
আবা/এসআর/২৪