‘ভারতও বিশ্বাস করে শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই’
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত বছরের আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এই রাজনৈতিক পালাবদল নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়ে নানা গুঞ্জন উঠলেও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন।
ভারত সফর শেষে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলিভান বলেন, "শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের ভূমিকা নেই। এ বিষয়ে ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাদের অবস্থান সমর্থন করেন।"
শুক্রবার (১০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
এর আগেও ওয়াশিংটন একাধিকবার হাসিনাকে উৎখাতে তাদের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছিল। গত বছরের আগস্টে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে প্রেস ব্রিফিংয়ে স্পষ্টভাবে বলেন, "বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা নেই। এ সংক্রান্ত যেকোনো প্রতিবেদন বা গুজব সম্পূর্ণ মিথ্যা।"
হাসিনার ক্ষমতাচ্যুতির পর ভারতের ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে দাবি করে, বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চাওয়াই যুক্তরাষ্ট্রের হাসিনার বিরুদ্ধে অবস্থানের মূল কারণ।
পত্রিকাটি সেসময় আরও বলেছিল, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। তবে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, তিনি (হাসিনা) কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি।