ফিলিস্তিনের উত্তর গাজায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় সেনাসদস্য।
রোববার (১২ জানুয়ারি) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এই খবর দিয়ে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর গাজার বেইত হানুনে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার সেনা নিহত এবং ছয় সেনা আহত হয়েছেন। এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪০২ জনে।
আইডিএফ নিহত চার সেনা হলেন- সার্জেন্ট মেজর (অব.) আলেকজান্ডার ফেডোরেঙ্কো, স্টাফ সার্জেন্ট ড্যানিলা দিয়াকভ, সার্জেন্ট ইয়াহাভ মায়ান এবং সার্জেন্ট এলিয়াভ আস্তুকার।
অপরদিকে, আহত ছয় সেনার মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রাথমিক তদন্ত অনুসারে আইডিএফ জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের বেইত হানুনে পুঁতে রাখা বিস্ফোরকের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে নারী-শিশুসহ এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।
আবা/এসআর/২৪