সম্প্রতি বাংলাদেশের সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার প্রচেষ্টা নিয়ে উত্তেজনা বাড়ে। এই প্রেক্ষাপটে, প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
তিনি বলেন, “এই সম্পর্কের মধ্যে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই লাভজনক হবে না। আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে এবং পরস্পরকে বুঝতে হবে।”
সোমবার ভারতীয় সেনাবাহিনীর আর্মি ডে উপলক্ষে আয়োজিত বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নেই। তবে, রাষ্ট্রীয় সম্পর্ক নিয়ে আলোচনা তখনই সম্ভব হবে যখন ‘নির্বাচিত সরকার’ থাকবে।
গত আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসন অবসানের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলছে। বিশেষত, সম্প্রতি বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা নিয়ে উত্তেজনা আরও বেড়ে গেছে।
এই পরিস্থিতিতে ভারতের সেনাপ্রধানের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন।
এসময় জেনারেল দ্বিবেদী বলেন, “কৌশলগত কারণে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং একইভাবে বাংলাদেশও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।” তিনি মানচিত্রে ভারতের পাশে বাংলাদেশের ছোট অবস্থান তুলে ধরে বলেন, “আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে এবং পরস্পরকে বুঝতে হবে। কোনো ধরনের বিদ্বেষ আমাদের কারো স্বার্থের জন্যই ভালো হবে না।”
জেনারেল দ্বিবেদী আরও বলেন, “দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সমস্যা নেই, এবং আমি নিয়মিত বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রাখছি।” তবে, যৌথ মহড়া সাময়িকভাবে স্থগিত রয়েছে এবং পরিস্থিতির উন্নতি হলে তা আবার শুরু হবে।
ভারতের সেনাপ্রধান জানিয়ে দেন, “দুই দেশের সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করতে পারব শুধুমাত্র যখন একটি নির্বাচিত সরকার থাকবে। সেনাবাহিনী পর্যায়ে সম্পর্ক ভালো এবং ঠিক আছে।”