ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার এই ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল কিউশু অঞ্চলে অবস্থিত। মিয়াজাকি ও কোচি প্রিফেকচারের উপকূলীয় এলাকাগুলোতে সম্ভাব্য এক মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে মিয়াজাকি শহরে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। এই শহরে প্রায় ৪ লাখ মানুষের বাস।

জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভূমিকম্পের ফলে পশ্চিম জাপানের ইকাতা ও কাগোশিমার সেনদাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা যায়নি। কিউশু অঞ্চলের কাছাকাছি অবস্থিত এই দুই বিদ্যুৎকেন্দ্র বর্তমানে চালু রয়েছে।

এই ভূমিকম্পটি নানকাই ট্রফের সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখছে জাপানের আবহাওয়া সংস্থা। নানকাই ট্রফ জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর অবস্থিত একটি ভূতাত্ত্বিক অঞ্চল, যেখানে প্রায়শই শক্তিশালী ভূমিকম্প ঘটে। গত আগস্টেও এই অঞ্চলে বড় মাত্রার ভূমিকম্পের পর ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছিল জেএমএ।

জাপান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। বিশ্বজুড়ে ৬ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশ জাপানে ঘটে। এর আগে, ২০১১ সালের ১১ মার্চ দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ছিল। সেই ভূমিকম্পের পর বিশাল সুনামি আঘাত হেনে বিপর্যয় সৃষ্টি করেছিল।

ভূমিকম্পে,জাপান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত