ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

আরও নতুন এলাকায় ছড়াচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল

আরও নতুন এলাকায় ছড়াচ্ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল

এক সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের বিস্তৃত অঞ্চল। ভয়াবহ এ দাবানল লস অ্যাঞ্জেলেসের আরও একটি কাউন্টিতে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) নতুন করে ভেনচুরা কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ে। এরইমধ্যে সেখানকার ৫৬ একর জায়গা পুড়ে গেছে।

তবে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, তবে তীব্র বাতাসে বেশ বেগ পেতে হলেও, তারা আগুনের এগিয়ে যাওয়া থামাতে সক্ষম হয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে জ্বলতে থাকা আগুন একটুও নিয়ন্ত্রণে আনা যায়নি। কর্মকর্তারা বলছেন, এই আগুন জরুরি সেবাদানকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ওই এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্যমতে, ক্যালিফোর্নিয়ায় বর্তমানে ১২৪টি ছোট-বড় দাবানল চলমান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬৪ বর্গ কিলোমিটারের বেশি জায়গা। ধ্বংস হয়েছে ১২ হাজারের বেশি অবকাঠামো।

লস অ্যাঞ্জেলসে দাবানলে এখন পর্যন্ত ১২ হাজার অবকাঠামো পুড়েছে। যার বেশিরভাগই সাধারণ মানুষের ঘরবাড়ি। এছাড়া প্রাণ হারিয়েছেন ২৪ জন। দাবানল তাণ্ডব চালিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, উদ্ধারকারীরা হয়ত আরও মরদেহ পাবেন।

আবা/এসআর/২৪

নতুন এলাকা,দাবানল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত