ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট সুক ইউল গ্রেফতার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট সুক ইউল গ্রেফতার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতার করেছে দেশটির তদন্তকারীরা। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল।

স্থানীয় সময় বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তদন্তকারী কর্মকর্তারা তাকে গ্রেফতার করে।

এর আগে তাকে গ্রেফতারে গতকালও প্রচেষ্টা চালানো হয়েছিল, তবে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর বাধায় সেই অভিযান ব্যর্থ হয়। এরপর, দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তদন্তকারীরা সিউলের কেন্দ্রস্থলে ইউনের বাসভবনে অভিযান চালানোর চেষ্টা করেছিলেন, তবে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে তারা প্রথমে সফল হতে পারেননি। তবে এরপর পুলিশ সদস্যরা মই বেয়ে তার বাড়ির প্রাঙ্গণে প্রবেশ করেন।

এদিকে, সংবাদ মাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, গ্রেফতারের সময় তার সমর্থকরা প্রতিবাদ জানাতে উপস্থিত ছিলেন। হাজারো সমর্থক মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তার বাড়ির সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায়। এছাড়া, ইউনের আইনজীবী এবং ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইউন সুক-ইয়োলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে যুক্ত। দক্ষিণ কোরিয়ার জাতীয় সংসদে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া চলমান ছিল। চলতি মাসের শুরুতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং তার নিরাপত্তা বাহিনীও তার গ্রেফতারি রোধে সক্রিয় ছিল।

আবা/এসআর/২৪

দক্ষিণ কোরিয়া,প্রেসিডেন্ট,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত