টিউলিপের পদত্যাগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:৪০ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
আর্থিক অসংগতি ও দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। অত্যন্ত দুঃখিত হয়ে তিনি টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে টিউলিপকে দেয়া এক চিঠিতে জানিয়েছেন।
এতে তিনি লিখেছেন, প্রিয় টিউলিপ আপনার পত্রের জন্য ধন্যবাদ। অত্যন্ত ব্যথিত মনে আপনার মন্ত্রিত্ব থেকে পদত্যাগের বিষয়টি আমি গ্রহণ করছি। সিটি মিনিস্টার হিসেবে আপনি যে দায়িত্ব পালন করেছেন তার জন্য ধন্যবাদ জানাই৷
টিউলিপের বিরুদ্ধে কোনো ধরনের অসংগতি পাওয়া যায়নি দাবি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আপনার পদত্যাগপত্র গ্রহণের সঙ্গে আমি পরিষ্কার করতে চাই, আমার স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করেছেন, তিনি আপনার বিরুদ্ধে মিনিস্ট্রিয়াল কোড ভঙ এবং আর্থিক অসংগতির কোনো প্রমাণ পাননি। এ ছাড়া স্বপ্রণোদিত হয়ে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান এবং তদন্তকারী স্যার লরি ম্যাগনাসকে এক্ষেত্রে সম্পূর্ণভাবে সহযোগিতা করায় আপনাকে ধন্যবাদ জানাতে চাই৷
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ব্রিটেনকে বদলানোর লক্ষ্যে কাজ করছি এবং আপনার পদক্ষেপটি এই প্রক্রিয়াকে ব্যাহত হতে দেওয়া থেকে বিরত রেখেছে। আপনি কঠিন একটি সিদ্ধান্ত নিয়েছেন, এবং আমি নিশ্চিত করতে চাই যে, ভবিষ্যতে আপনার জন্য দরজা খোলা রইল।
আবা/এসআর/২৪