যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত অন্তত ৩০
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজায় দীর্ঘ ১৫ মাসের যুদ্ধ এবং হাজার হাজার প্রাণহানি বন্ধে অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল এবং হামাস, যা আগামী রোববার থেকে কার্যকর হবে। কিন্তু চুক্তি হলেও থেমে নেই ইসরায়েলের বর্বর হামলা। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৬ হাজার ৭০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত এক লাখ ১০ হাজার ২৬৫ জন। এদের মধ্যে বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন।
হামাসের কর্মকর্তা ইজ্জাত আল-রিশেক বলেছেন, কাতারের রাজধানী দোহায় যে চুক্তি হয়েছে তাতে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত লোকদের তাদের বাড়িতে ফিরে যাওয়া এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তিসহ ফিলিস্তিনি গোষ্ঠীর সমস্ত শর্তই পূরণ করা হয়েছে।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিম্মি ও তাদের পরিবারের দুঃখকষ্টের অবসানে চুক্তি এগিয়ে নিতে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
আবা/এসআর/২৪