যুদ্ধবিরতি ব্যর্থ হলে পুনরায় হামলার হুমকি নেতানিয়াহুর

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪৩ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

টানা ১৫ মাস ধরে চলা সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। তবে যুদ্ধবিরতি শুরুর আগে স্থানীয় সময় শনিবার রাতে এক বক্তৃতায় হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে হামাসের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল। খবর বিবিসির।

নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি একটি সাময়িক ব্যবস্থা এবং তাদের অভিযান এখনো শেষ হয়নি। গাজার ওপর হামলা চালানোর অধিকার ইসরায়েলের রয়েছে, এবং যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট, বিদায়ী জো বাইডেন ও নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প, উভয়েই এটি সমর্থন করবেন।যদি হামলা চালানো হয়, তবে তা হবে আরও শক্তিশালী

ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন সহ্য করবে না জানিয়ে নেতানিয়াহু জনিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির তালিকা না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকরে অগ্রসর হবে না ইসরায়েল।

যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল প্রায় ১ হাজার ৮৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। মিসর যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে এই তথ্য নিশ্চিত করেছে।

দ্বিতীয় ধাপের আলোচনা শিগগিরই শুরু হবে, যার লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা। তবে শর্তগুলি এখনও স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে, এই ধাপে আরও জিম্মিদের মুক্তি দেওয়ার সঙ্গে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে।

 

আবা/এসআর/২৪