যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে তিন নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। চুক্তির শর্ত অনুযায়ী, রেডক্রসের হাতে এই জিম্মিদের তুলে দিয়েছে হামাস।
রোববার (১৯ জানুয়ারি) গাজার আল-সায়রা স্কয়ারে তাদের রেডক্রসের হাতে তুলে দেন হামাসের যোদ্ধারা। এরপর জিম্মিদের গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের কাছে নিয়ে যায় রেডক্রস। সেখান থেকে তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে প্রতিরক্ষা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সেনারা মুক্তি পাওয়া জিম্মিদের নিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছেন। এখন জিম্মিরা দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক গন্তব্যস্থলে যাচ্ছেন। সেখানে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি সংবাদ সম্মেলনে বলেছেন, সাবেক জিম্মি রোমি গোনেন, এমিলি দামারি এবং দোরোন স্টেইনব্রিচার এ মুহূর্তে নিরাপদ আছেন। তারা আমাদের কাছে আছেন। তারা বাড়ি ফিরছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি, রয়টার্স, আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামাস তিন জিম্মির নামের তালিকা না দেওয়ায় নির্ধারিত সময়ে যুদ্ধবিরতি কার্যকরে বেঁকে বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরে নামের তালিকা প্রকাশ করায় ইসরায়েলি বেঞ্জামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।
এরপরই বাস্ত্যচ্যুত সাধারণ ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেন। যদিও অনেকের বাড়ির কোনও অস্তিত্ব নেই। তবে কেউ কেউ বলেছেন, বিধ্বস্ত বাড়ির ওপরই তাঁবু তৈরি করে থাকবেন। তারা চান নিজেদের চিরচেনা এলাকায় ফিরে যেতে। তারা আবারও প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আগের মতো সময় কাটাতে চান।
আবা/এসআর/২৪