ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা'আর। গাজায় বন্দিদের মুক্ত করতে অক্ষমতার কথাও স্বীকার করেছেন তিনি।
ইসরায়েলি টেলিভিশন ‘চ্যানেল-১২’ এর উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায়, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী তার দেয়া বক্তব্যে পরাজয় স্বীকার করেছেন।
তিনি বলেছেন, আমরা হামাস আন্দোলনের সাথে যুদ্ধের কোনো লক্ষ্যও অর্জন করতে পারিনি। সেই সাথে বন্দিদের ব্যাপারে আমাদের অত্যন্ত ভারী দায়িত্ব থাকলেও কয়েক মাস ধরে আমরা একজন বন্দিকেও জীবিত ফেরত আনতে পারিনি।
এদিকে ইসরায়েলি শিক্ষামন্ত্রী ইয়াভ কিশ বলেছেন, হামাসের সাথে চুক্তির জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে।
ইসরাইলি নৌবাহিনীর সাবেক কমান্ডার ইয়েদিদিয়া ইয়াঅরি বলেছেন, গাজায় বিজয় আমাদের জন্য পরিপূর্ণ পরাজয়ে পরিণত হয়েছে। তিনি বলেন, গাজা যুদ্ধ শেষ হবে, কিন্তু হেগের গল্পসহ ইসরাইলের অভ্যন্তরে রাজনৈতিক ও বিচারিক সুনামির পালা শুরু হবে। ওই সুনামি শেষ পর্যন্ত একটি বিপর্যয়ে পরিণত হতে পারে।
উল্লেখ্য, গত বুধবার (১৫ জানুয়ারী) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয়। রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়িত শুরু হয়। এই চুক্তির ভিত্তিতে হামাস ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে বেশ কয়েক ধাপে ৩৩ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে। চুক্তির গুরুত্বপূর্ণ দিকটি হলো ইহুদিবাদী ইসরাইলকে গাজা উপত্যকা থেকে সরে যেতে হবে।