ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

অফিস ছেড়ে যাচ্ছি, লড়াই নয় : বাইডেন

অফিস ছেড়ে যাচ্ছি, লড়াই নয় : বাইডেন

‘অফিস ছেড়ে যাচ্ছি, লড়াই নয়; আমাদের এখনো অনেক কিছু করার বাকি।’ হোয়াইট হাউস ছাড়ার সময় এমনটাই বললেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার (৩০ জানুয়ারি) নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক বক্তৃতায় এমন মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা আজ (ট্রাম্পের) অভিষেক বক্তৃতাটি শুনেছি— আমাদের কাজ করার জন্য অনেক কিছু বাকি।

এসময় তিনি নিজেই নিজেকে আশীর্বাদ করে উপস্থিত সহযোগীদের হাসানোর চেষ্টা করেন। তাদের উদ্দেশ্যে ডেমোক্র্যাট নেতা বলেন, আমি অফিস ছাড়ছি, কিন্তু আমরা লড়াই ছাড়ছি না।

বাইডেন বলেন, কোনো প্রেসিডেন্ট ইতিহাসে প্রবেশের মুহূর্ত বেছে নিতে পারে না। কিন্তু তারা যে দলের সঙ্গে এটি করতে চান, তা বেছে নিতে পারেন। এবং আমরা বিশ্বের সেরা দলটি বেছে নিয়েছি।

তিনি বলেন, আপনাদের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। আমার কথা মনে রাখবেন: ভবিষ্যৎ বিচার করবে, আপনারা যা করেছেন তা সব আমেরিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে একটি।

আবা/এসআর/২৪

অফিস,লড়াই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত