ঢাকা ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর মার্কো রুবিও। সিনেটে সর্বসম্মতভাবে ৯৯-০ ভোট পেয়ে এ পদের জন্য নির্বাচিত হন তিনি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সিএনএন ও রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওর নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। ৯৯ সিনেটরের সবাই তার পক্ষে ভোট দিয়েছেন।

সাংবাদিকদের মার্কো রুবিও জানান, এই পদের জন্য নির্বাচিত হওয়ার নিশ্চিত খবরটি পেয়ে তিনি ‘ভালো’ অনুভব করছেন। তিনি বলেছেন, এটি তার জন্য ‘বিশাল সম্মানের’ বিষয়। মার্কো রুবিও এই ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হলেন।

নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর। ফ্লোরিডাতেই জন্ম রুবিওর। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার পর রুবিওই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে লাতিনো বংশোদ্ভূত প্রথম পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে মার্কো রুবিও সম্পর্কে এক বিবৃতিতে ট্রাম্প বলেছিলেন, মার্কো অনেক মর্যাদাপূর্ণ একজন নেতা। তিনি স্বাধীনতার জন্য অনেক শক্তিশালী কণ্ঠস্বর। তিনি আমাদের জাতির জন্য একজন শক্তিশালী সহযোগী হবেন এবং আমাদের মিত্রদের জন্য একজন ভালো বন্ধু হবেন।

উল্লেখ্য, রুবিও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পরিবর্তে শক্তি ব্যবহারের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। অতীতে তিনি চীন, ইরান ও কিউবার মতো যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষেত্রে শক্তিনির্ভর পররাষ্ট্রনীতির পক্ষে ওকালতি করেছিলেন। তবে পরবর্তী সময়ে নিজের অবস্থান অনেকটা নমনীয় করে তোলেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া রুবিও।

আবা/এসআর/২৪

যুক্তরাষ্ট্র,পররাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত