জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করা হয়েছে। এক নির্বাহী আদেশে এ অধিকার বাতিল করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হওয়ার পর ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান এ্যারেনায় অনেকগুলো নির্বাহী আদেশে সাক্ষর করেন। পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে আদেশে স্বাক্ষর করেন তিনি।
এক প্রতিবেদনে ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, ট্রাম্প প্রথমেই প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের জারী করা ৭৮টি আদেশ স্থগিত করেন। বাইডেন তার মেয়াদের শেষ দিকে এই আদেশগুলো জারি করেছিলেন, যার মধ্যে বেশ কয়েকটি বাস্তবায়নই হয়নি।
এদিকে দেশের দক্ষিণে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ‘জাতীয় জরুরী অবস্থা’ ঘোষণা করেছেন ট্রাম্প।
অভিবাসন এবং নাগরিকত্ব সংক্রান্ত আদেশে ট্রাম্প শরণার্থী পুনর্বাসন কর্মসূচী স্থগিত করেন এবং যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া মানুষের আমেরিকান নাগরিকত্ব অধিকার বন্ধ করেন। এসময় জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার যেহেতু দেশের সংবিধানে নিশ্চিত করা আছে, তার এই আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে স্বীকারও করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘জন্মসূত্রে নাগরিকত্ব একেবারে হাস্যকর এবং তার বিশ্বাস এই বিধান বদলানোর জন্য ভালো আইনগত যুক্তি আছে।’