বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ১১:৩০ | অনলাইন সংস্করণ
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ সংস্থা (ডব্লিইএইচও) থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরই এক নির্বাহী আদেশে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে।
নিউইয়র্ক টাইমস বলছে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। এটি এমন একটি পদক্ষেপ যা বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতের নেতৃত্বস্থানীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করবে। একইসাথে ট্রাম্পের এই পদক্ষেপের ফলে পরবর্তী মহামারির বিরুদ্ধে লড়াই করা আরও কঠিন হয়ে যাবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এদিকে শপথ নেওয়ার প্রায় আট ঘণ্টা পর জারি করা একটি নির্বাহী আদেশে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। যার মধ্যে রয়েছে- ডব্লিউএইচও-এর ‘কোভিড-১৯ মহামারির ভুল ব্যবস্থাপনা’ এবং ‘জরুরিভাবে প্রয়োজন এমন সংস্কারে ব্যর্থতা’।
ট্রাম্প বলেন, বৈশ্বিক এই জনস্বাস্থ্য সংস্থাটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘অন্যায়ভাবে বেশি অর্থপ্রদানের’ দাবি করে। এছাড়া চীন এই সংস্থায় কম অর্থ প্রদান করে বলেও অভিযোগ করেছেন তিনি।
নিউইয়র্ক টাইমস বলছে, ট্রাম্পের এই পদক্ষেপটি অপ্রত্যাশিত নয়। কার্যত ২০২০ সাল থেকেই ডব্লিউএইচও’র বিরুদ্ধে বিষোদগার করেছেন ট্রাম্প। সেসময় তিনি করোনভাইরাস মহামারি নিয়ে সংস্থাটিকে আক্রমণ করেছিলেন এবং এই সংস্থায় যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ করার হুমকিও দিয়েছিলেন।