ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়েছে দখলদার দেশ ইসরায়েল। জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর এই অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে অনেকে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার ‘অপারেশন আয়রন ওয়াল’ নামে এই অভিযান শুরু করে ইসরায়েল। অভিযানে হতাহতের পাশাপাশি জেনিন শহর ও শরণার্থী শিবিরে আহতের জীবন বাঁচাতে ছুটে আসা অ্যাম্বুলেন্সগুলোকেও ইসরায়েলি বাহিনী বাধা দিয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলি বাহিনী বলছে, জেনিন শরণার্থী শিবিরে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে তাদের সেনারা। জঙ্গি নেটওয়ার্কগুলো ধ্বংস এবং ভবিষ্যত আক্রমণ ব্যর্থ করার জন্য পশ্চিম তীরে অভিযান চালানো হচ্ছে বলে জানায় দখলদার দেশটি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী, পুলিশ ও শিন বেত নিরাপত্তা পরিষেবা জেনিনে ‘সন্ত্রাসবাদ’ রুখতে একটি বিস্তৃত এবং উল্লেখযোগ্য অভিযান চালাচ্ছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত জাতিসংঘের দূত বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানের অধিকার আছে। এটি ‘বাইবেলের অধিকার’ বলে মন্তব্য করেন ট্রাম্প মনোনীত এই দূত।
এছাড়া অধিকৃত পশ্চিম তীরে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, অবৈধ ইসরায়েলি বসতিগুলো প্রসারিত হওয়ায় ফিলিস্তিনিদের চলাচলের স্বাধীনতা “ব্যাপকভাবে সীমিত” হয়েছে।
আবা/এসআর/২৪