ঢাকা ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত

অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত

বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির অপারেশনস সম্পর্কিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনা বিয়ার্ড।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় তিনি বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাতে আনা বিয়ার্ড অধ্যাপক ইউনূসকে বলেন, ‘আমরা আমাদের সমর্থন প্রকাশ করতে চাই। আপনাদের যা কিছু প্রয়োজন আমাদের ওপর নির্ভর করতে পারেন। বিশ্বব্যাংক বাংলাদেশকে সমর্থন দিতে চায়।

এসময় তাদের মধ্যে জুলাই আন্দোলন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং দেশের অর্থনৈতিক অবস্থার ওপর সংক্ষেপে আলোচনা হয়।

আবা/এসআর/২৪

অন্তর্বর্তী সরকার,সমর্থন,বিশ্বব্যাংক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত