ঢাকা ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

এক সপ্তাহের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি ব্যাংককে

এক সপ্তাহের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি ব্যাংককে

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাসিন্দারা এক সপ্তাহের জন্য বিনা ভাড়ায় বাস ও মেট্রোরেল পরিষেবা পাবেন। মূলত দেশটিতে বৈদ্যুতিক গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।

আগামীকাল শনিবার থেকে এক সপ্তাহের জন্য এ সুবিধা পাবেন ব্যাংককের বাসিন্দারা। দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুয়াংরুংরুয়াংকিত।

তিনি বলেন, ব্যাংককের গণপরিবহন পরিষেবায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে ইতোমধ্যে এ নির্দেশনা জানিয়ে চিঠি প্রদান করা হয়েছে এবং যথাযথ আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

মূলত বাড়তে থাকা বায়ুদূষণ রোধ এবং জনগণকে ব্যক্তিগত পেট্রোলচালিত যানবাহনের পরিবর্তে বৈদ্যুতিক গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করেছেন উপ প্রধানমন্ত্রী।

ব্রিফিংয়ে সুরিয়া জুয়াংরুংরুয়াংকিত বলেন, ব্যাংককের বায়ুদূষণ সম্প্রতি ব্যাপক উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে এবং এর একটি বড় কারণ রাজধানীতে প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেলচালিত ব্যক্তিগত গাড়ির ব্যবহার। যদি এটি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে বায়ুদূষণ ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। এ কারণেই জনগণকে বৈদ্যুতিক গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি সবাই সহযোগিতা করেন, তাহলে এই অফারের মেয়াদ আরও বাড়ানো হবে।

প্রসঙ্গত, থাইল্যান্ডের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত পর্যটন। দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটিতে বছরজুড়ে ভিড় থাকে বিদেশি পর্যটকদের। সবচেয়ে বেশি পর্যটকের সমাগম হয় রাজধানী ব্যাংককে।

এদিকে চলতি শীতের শুরু থেকেই ব্যাংককে বায়ুদূষণ বাড়ছে। বর্তমানে তা এমন অবস্থায় পৌঁছেছে যে অধিকাংশ স্কুল বন্ধ ঘোষণার পাশাপাশি জরুরি পরিষেবা ব্যাতীত অন্যান্য চাকরিজীবীদেরও বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দিয়েছে রাজধানী প্রশাসন। বায়ুদূষণের একটি বড় কারণ পেট্রোল ও ডিজেলচালিত যানবাহনের ব্যবহারবৃদ্ধি।

ভাড়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত