ভারতের ব্যাঙ্গালুরুতে নাজমা নামে বাংলাদেশি এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরের এবটি লেক থেকে ২৮ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর ডেকান হেরাল্ড ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড জানিয়েছে, ওই তরুণী ভারতে অবৈধভাবে বাস করছিলেন এবং তার কাছে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য কিছু পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, হত্যার শিকার তরুণীর নাম নাজমা। তিনি বিবাহিত ছিলেন এবং তিনি তার স্বামীর সঙ্গেই সেখানে থাকতেন। শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকে তার মরদেহ পাওয়া যায়।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডকে বলেছেন, তার স্বামীর দেওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে, নাজমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। নাজমার ভাইও তথ্যটি নিশ্চিত করেছেন। তিনিও এই শহরে থাকেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, নাজমা কালকেরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার সেখানে কাজ শেষে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন।
শুক্রবার সকালে লেকের একটি নির্জন জায়গায় নাজমার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি গিয়ে মরদেহ উদ্ধার করে। নাজমার মাথা ও মুখ থেতলানো ছিল বলে জানিয়েছে পুলিশ।
আবা/এসআর/২৪