গাজা থেকে ৪ জন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয়ার পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলের দুই কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদন এ খবর জানায় ফরাসি বার্তাসংস্থা এএফপি।
এতে বলা হয়, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের অফার কারাগার ও নেগেভ মরুভূমির কাজিয়ত কারাগার থেকে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। এদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ রয়েছেন।
কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত রোববার (১৯ জানুয়ারি) গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্য দিয়ে ১৫ মাসের এ যুদ্ধের আপাত অবসান ঘটেছে। এরপর আজ দ্বিতীয় দফায় ফিলিস্তিনি ও ইসরায়েলিরা মুক্তি পেলেন।
ইসরায়েলি কারা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কারাগারে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন ও রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদনের পর ওফার এবং কেটিজিওট কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়েছে।’’ চুক্তির দ্বিতীয় দফায় শনিবার মোট ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালের দিকে গাজা নগরীতে এক অনুষ্ঠানে ইসরায়েলি চার জিম্মিকে নিয়ে আসা হয়। এ সময় তাদের হাস্যোজ্জ্বল ও হাত নাড়িয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
আবা/এসআর/২৪