ঢাকা ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৫

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৫

যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই লেবাননের দক্ষিণে ইসরায়েলি বাহিনী হামলায় এক লেবানিজ সেনাসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। তাছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৮৩ জন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, যেদিন ইসরায়েলি সেনা সদস্যেদর প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল, সেদিনই এমন হামলার ঘটনা ঘটলো। লেবাননের মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত গ্রামগুলোতে ফিরে যাওয়ার চেষ্টা করা নাগরিকদের ওপর হামলা চালালে এসব হতা-হতের ঘটনা ঘটে।

আল জাজিরা লিখেছে, ইসরায়েলের এই হত্যাকাণ্ড গত বছরের নভেম্বরে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ওই চুক্তির এর অধীনে রোববার (২৬ জানুয়ারি) বেলা ২টায় লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করার কথা ছিল।

যুদ্ধবিরতির শর্ত অনুসারে, লেবাননের সেনাবাহিনীকে দক্ষিণে জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি মোতায়েন করার কথা ছিল। আর ৬০ দিনের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী এলাকা থেকে সরে যাবে।

গত নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতির চুক্তির ফলে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটে।

তবে এক যৌথ বিবৃতিতে লেবাননে জাতিসংঘের দূত ও লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান বলেছেন, দক্ষিণ লেবাননে নাগরিকদের নিরাপদে প্রত্যাবর্তনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

এদিকে, রোববার (২৬ জানুয়ারি) ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচায় আদরাই দক্ষিণ লেবাননের ৬০টিরও বেশি গ্রামের বাসিন্দাদের উদ্দেশে একটি বার্তা দেন। তাতে লেবানিজদের ফিরে না আসার জন্য বলা হয়েছিল।

আবা/এসআর/২৫

যুদ্ধবিরতি,হামলা,লেবানন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত