ভারতের বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভে পদদলিতের ঘটনায় হতাহত হয়েছেন বহু পুণ্যার্থী। মৌনী অমবস্যায় ‘অমৃত স্নান’ করার সময় হুড়োহুড়ির কারণেই ঘটে এমন বিপত্তি। এ ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৮ জানুয়ারি) ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদদলিতের মৌনী অমবস্যা উপলক্ষে লাখ লাখ মানুষের ভিড় হয়েছিল প্রয়াগরাজে। বুধবার ত্রিবেণী সঙ্গমে ‘অমৃত স্নান’ করতে জড়ো হয়েছিলেন এসব পুণ্যার্থীরা।
জানা গেছে, অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে মেলা প্রাঙ্গণেরই হাসপাতালে আনা হয়। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, অনেককেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ত্রিবেণী সঙ্গমে মৌনী অমবস্যায় স্নান করতে দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেছিলেন মহাকুম্ভে। মঙ্গলবার সকাল থেকেই প্রয়াগরাজে ভিড় বাড়তে থাকে। প্রশাসনের পক্ষ থেকে বারবার ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।
মঙ্গলবার বিকেলে অতিরিক্ত ভিড়ের চাপে মেলা প্রাঙ্গণের অনেক ব্যারিকেড ভেঙে গেছে। মঙ্গলবার মাঝরাত থেকেই বহু পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে ভিড় করতে শুরু করেন। রাত ২টা নাগাদ পদদলিতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স রয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলমান রয়েছে।
আবা/এসআর/২৫