ঢাকা ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নয়জন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

বুধবার (২৯ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় জিজান শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে জেদ্দার ভারতীয় কনস্যুলেট। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে কনস্যুলেট জানিয়েছে, আমরা জিজান অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নয় ভারতীয় নাগরিকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ জন কর্মীকে বহনকারী একটি বাস কাজের স্থানে যাওয়ার পথে একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষ হয়।

সৌদি রেড ক্রিসেন্টের মুখপাত্র আহমেদ আসিরি জানিয়েছেন, গত রোববার স্থানীয় সময় সকাল ৬টার কিছু আগে আসির প্রদেশের ওয়াদি বিন হাশবাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি পবিত্র মক্কা নগরীর দক্ষিণে অবস্থিত।

নিহতদের মধ্যে নয় ভারতীয় ছাড়াও নেপাল এবং ঘানার ছয় নাগরিক রয়েছেন। দুর্ঘটনায় আহত অন্তত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আবা/এসআর/২৫

সৌদি আরব,সড়ক দুর্ঘটনা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত