গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তৃতীয় দফায় ইসরায়েলের কারাগার থেকে আরও ১১০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন আজ। বিনিময়ে ৩ জন ইসরায়েলি এবং ৫ জন থাই জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস। খবর এনডিটিভির।
ফিলিস্তিনি বন্দিদের নিয়ে কাজ করা মানবাধিকার সংগঠন প্রিজনার্স ক্লাব এসব তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, বৃহস্পতিবার ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। গত ১৯ জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে এটিই তৃতীয় বন্দিবিনিময়।
বন্দিদের তালিকা প্রকাশ করে সংগঠনটি বলেছে, তাদের মধ্যে ৩০ জনের বয়স ১৮ বছরের নিচে, ৩২ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং আরও ৪৮ জন বিভিন্ন মেয়াদে কারাগারে আছেন। মুক্তি পাওয়া ২০ জন বন্দিকে নির্বাসনে পাঠানো হবে।
বন্দিরা রামাল্লার রাদানা এলাকায় দুপুর নাগাদ পৌঁছানোর কথা রয়েছে।
এর আগের দুটি বন্দিবিনিময়ে ৭ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ২৯০ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছিল। তাদের প্রায় সবাই ফিলিস্তিনি। তবে একজন জর্ডানিয়ান ছিলেন।
আবা/এসআর/২৫