আরব দেশ সিরিয়ার সংবিধান স্থগিত করা হয়েছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডি ফ্যাক্টো (কার্যত) লিডার আহমেদ আল শারা-কে নিযুক্ত করা হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা সানা-র বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
সংবাদসংস্থাটি জানিয়েছে, সিরিয়ার নতুন ডি ফ্যাক্টো (কার্যত) সরকারের সামরিক অপারেশন বিভাগের মুখপাত্র হাসান আবদেল ঘানি আহমেদ আল-শারাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করার বিষয়টি ঘোষণা দিয়েছেন।
এ সময় আবদেল ঘানি দেশের সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে দেয়ারও ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এসব গোষ্ঠীকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হবে।
আবদেল ঘানির বরাত দিয়ে সানা আরও জানিয়েছে, সব সামরিক গোষ্ঠী ভেঙে দেয়া হয়েছে। তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবেক শাসনামলের সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থা সেইসাথে দশক ধরে সিরিয়া শাসনকারী বাথ পার্টি ভেঙে দেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে তড়িৎ অভিযানে যোগ দেয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর দামেস্ক বৈঠক শেষে এই ঘোষণাগুলো এসেছে। ওই অভিযানের নেতৃত্ব দেয়ার পর থেকে আল-শারা সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।