ঢাকা ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ অভিবাসীদের গুয়ান্তানামো কারাগারে পাঠাবেন ট্রাম্প

অবৈধ অভিবাসীদের গুয়ান্তানামো কারাগারে পাঠাবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের কিউবায় অবস্থিত কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে আটক রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে কারাগারটিতে ৩০ হাজার কয়েদী ধারণ ক্ষমতার একটি অভিবাসী আটককেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ সই করেন ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে এ নির্দেশ দিয়েছেন তিনি।

হোয়াইট হাউসে ট্রাম্প বলেছেন, আজ আমি প্রতিরক্ষা ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে গুয়ানতানামো বে-তে ৩০ হাজার ব্যক্তির অভিবাসী আটককেন্দ্র প্রস্তুত করতে নির্দেশ দেয়ার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করছি।

তিনি বলেন, এই আটককেন্দ্র আমেরিকান জনগণকে হুমকি দেয়া সবচেয়ে খারাপ অপরাধী অবৈধ অভিবাসীদের আটক রাখতে ব্যবহার করা হবে। তাদের মধ্যে কিছু এতটাই খারাপ যে আমরা তাদের ধরে রাখতে অন্য দেশের ওপর আস্থা রাখতে পারি না। কারণ আমরা চাই না তারা ফিরে আসুক। তাই আমরা তাদের গুয়ানতানামোতে পাঠাব।

২০০২ সালে কিউবায় গুয়ানতানামো বে কারাগার চালু করা হয়। সেসময় আল কায়েদা ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগসূত্র থাকার সন্দেহে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেককে বন্দি করা হয়েছিল। গুয়ানতানামো বে কারাগারে পাঠানোর আগে অনেককে গোপন বন্দিশালায় রেখে ভয়াবহ নির্যাতন করা হতো। ৯/১১ হামলাপরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের ধরার নামে মুসলিমদের ওপর যে ভয়াবহ নিপীড়ন চালিয়েছে, এ কারাগার তারই প্রতীক।

গুয়ানতানামো বে কারাগারটি গিতমো নামেও পরিচিত। যুক্তরাষ্ট্রের এ সামরিক কারাগারে একসময় প্রায় ৮০০ মুসলিম পুরুষকে বন্দি রাখা হয়েছিল। এখন বন্দি আছেন মাত্র ১৫ জন।

এর আগে, ট্রাম্পের দুই ডেমোক্র্যাটিক পূর্বসূরি বারাক ওবামা ও জো বাইডেন গুয়ানতানামো কারাগার বন্ধ করার চেষ্টা করেছিলেন। তবে সেখানে শুধু বন্দির সংখ্যা কমিয়ে তাদের সন্তুষ্ঠ থাকতে হয়েছে। কিন্তু পূর্বসূরিদের পথ বাদ দিয়ে ট্রাম্প এটি খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

অবৈধ অভিবাসী,ট্রাম্প,গুয়ান্তানামো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত