ঢাকা ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

গাজার পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১০

গাজার পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ১০

দীর্ঘ ১৫ মাসের যুদ্ধ শেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও থেমে নেই ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় একদিনে পশ্চিম তীরে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের সূত্র দিয়ে লন্ডনভিত্তিক মধ্যপ্রাচ্যের সংবাদ প্রকাশকারী গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, নিহত সবাই ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী তামুন ব্রিগেডের যোদ্ধা ছিলেন এবং এর কমান্ডার ছিলেন ওমর বিশারাত। তবে, কেবল ইসরায়েলি বাহিনী নয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীও তামুন ব্রিগেডের সদস্যদের গ্রেফতার বা হত্যা করার চেষ্টা করছে। গত মঙ্গলবার তারা ব্রিগেডের এক সদস্যকে গুলি করে আহত করার পর গ্রেফতার করে।

এর আগে, গত ২২ জানুয়ারি পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ১০ জন নিহত হন।

সেই বিষয়ে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ‘গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি বাস্তবায়িত হলেও ইসরায়েলের নিধন যজ্ঞের যন্ত্রণা পশ্চিম তীরে তীব্রতর হয়ে ১০ জনকে হত্যা করেছে। যদি এটি থামাতে বাধ্য না করা হয়, তবে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যা কেবল গাজায় সীমাবদ্ধ থাকবে না। আমার কথাগুলো মনে রাখবেন।’

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে প্রাণ হারান ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

আবা/এসআর/২৫

ইসরায়েল,হামলা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত