ঢাকা শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

মোমিকাকে গুলি করে হত্যায় বিদেশি শক্তি জড়িত: সুইডেনের প্রধানমন্ত্রী

মোমিকাকে গুলি করে হত্যায় বিদেশি শক্তি জড়িত: সুইডেনের প্রধানমন্ত্রী

সম্প্রতি সুইডেনে কোরআন পোড়ানো ইরাকি খ্রিষ্টান শরণার্থী সালওয়ান মোমিকাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাশন এই হত্যাকাণ্ডে বিদেশি শক্তির সংশ্লিষ্টতা থাকতে পারে বলে মন্তব্য করেছেন।

বুধবার মোমিকা তার নিজ বাড়িতে নিহত হন। পুলিশ জানায়, এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে বন্দুকধারী ছিল কিনা তা জানানো হয়নি।

মোমিকা ২০২৩ সালে বেশ কয়েকবার কোরআন পোড়িয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন। তার বিরুদ্ধে একটি জাতিগত উত্তেজনা সৃষ্টির মামলা চলছিল এবং তিনি বৃহস্পতিবার স্টকহোমের জেলা আদালতে হাজির হওয়ার কথা ছিলেন।

প্রধানমন্ত্রী ক্রিস্টাশন এক সংবাদ সম্মেলনে বলেন, "নিরাপত্তা বাহিনী বিষয়টি গভীরভাবে তদন্ত করছে এবং স্পষ্টতই এমন এক ঝুঁকি রয়েছে যে, এতে বিদেশি শক্তির হাত থাকতে পারে।"

এদিকে, সুইডেনের উপ-প্রধানমন্ত্রী এবা বুশ হত্যাকাণ্ডের নিন্দা করেছেন এবং এক্স-এ পোস্ট করে বলেন, "এটি আমাদের মুক্ত গণতন্ত্রের জন্য হুমকি।"

মোমিকা ও তার সহযাত্রী সালওয়ান নাজিমের বিরুদ্ধে ২০২৩ সালের আগস্টে কোরআন পোড়ানোর ঘটনায় জাতিগত উত্তেজনা সৃষ্টির অভিযোগ আনা হয়। এই ঘটনার পর সুইডেনের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।

মোমিকা ২০২৩ সালে নরওয়েতে আশ্রয় চেয়েছিলেন, তবে নরওয়ে তাকে সুইডেনে ফেরত পাঠিয়ে দেয়।

প্রধানমন্ত্রী,সুইডেন,বিদেশি শক্তি,মোমিকা,গুলি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত