চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলের বিমান বাহিনী লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা অঞ্চলে হামলা চালিয়েছে।
শুক্রবার রাতে পরিচালিত এই অভিযানে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস করা হয়।
লেবানন-সিরিয়া সীমান্তবর্তী একটি অঞ্চল বেকা। সেখানে অবস্থিত এই কারখানাটি সিরিয়ার আসাদপন্থি গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করত বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলি বাহিনীর অভিযানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছিল, যার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে এ হামলা চালানো হয়।
২০২৪ সালের ২৭ নভেম্বর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে, এই এক বছরে হিজবুল্লাহর বেশিরভাগ সামরিক স্থাপনা ধ্বংস এবং গোষ্ঠীটির প্রেসিডেন্ট হাসান নাসরুল্লাহসহ শীর্ষ নেতাদের হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।