ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি দিলেন নেতানিয়াহু

গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি দিলেন নেতানিয়াহু

গাজায় আটক থাকা বন্দিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরই গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনকি হামাস চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গত ১৯ জানুয়ারি থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরইমধ্যে কয়েক ধাপে জিম্মি মুক্তি এবং বন্দিবিনিময় হয়েছে। তবে উত্তরাঞ্চলে গৃহহীনদের ফেরত পাঠানোতে বিলম্ব, বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ, মানবিক সহায়তায় বাধা দেয়াসহ বেশ কিছু কারণে ইসরাইলি জিম্মি মুক্তির সময় পিছিয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভায় আমি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে, হামাস যদি শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের মুক্তি না দেয় -তাহলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা হবে এবং হামাসকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত আইডিএফ লড়াই চালিয়ে যাবে।’

এদিকে হামাস বলেছে, ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি নিয়ে আর দর কষাকষির সুযোগ নেই এবং ইসরায়েলি বন্দিদের আসন্ন মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে তারা। ইসরায়েল সব বাধ্যবাধকতা ঠিক মতো মেনে চললে বন্দি বিনিময়ের দরজা খোলা থাকবে।

আবা/এসআর/২৫

গাজা,যুদ্ধ,হুমকি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত